Sunday, August 5, 2012

শুভংকরের ফাঁকি


শুভংকরের ফাঁকি

Add caption

কষ্ট হাঁটে খুঁড়া পায়ে
অভাব যে তার সাথি,
ছোট্ট শিশুর ঘুম আসে না,
না খেয়ে পার রাতি।

মা জননীর বুকটা কাঁদে
খানা নেই পাতিলে,
গাড়ি বাড়ির স্বপ্ন নাই তার
বাঁচার যুদ্ধ চলে।

রাত পোহালে সকাল এলে
বাবা যাবে কাজে
সারা দিনের কর্ম শেষে
ঘরে ফিরবে লাজে।

চাল কিনিলে তরকারি নেই
সাথে মরিচ লবন,
এইটা কিনলে ওইটা বাকী
বাঁচাই যেন মরণ।

আছে যাদের বাড়ি গাড়ি
ব্যাংকে কোটি টাকা,
শোষণ করে আরো জমায়
গরীবের চলে না চাকা।

আশি পার্সেন্ট ব্যবসায়ী আজ
শঠ রাজনীতির জালে,
দরিদ্রদের শোষণ করে
ক্রোড়পতি্র দলে।

খাদ্য গোদাম ওদের হাতে
মরিচ, লবন তেল,
সিন্ডিকেটের ব্যবসা চলে
প্রতারণার খেল।

কিছু বললেই সমনজারি
কোর্টে ডাকা ডাকি,
গণতন্ত্রের দোহাই দিয়ে
শুভংকরের ফাঁকি।

-----------
মে ১৬, ২০১২

  • প্রিন্ট করুন
৬ টি মন্তব্য
sagar923রফিকুল ইসলাম সাগর১৬ মে ২০১২, ১০:১৪
ভালো লাগলো
ধন্যবাদ
bonofolএইচ এম শরীফ উল্লাহ১৬ মে ২০১২, ১৯:০৩
ধন্যবাদ রফিক ভাই। খুব ভালো থাকুন।

শভকামনা রইলো।
bonofolএইচ এম শরীফ উল্লাহ১৬ মে ২০১২, ১৯:০২
ধন্যবাদ রাশেদ আব্দুল্লাহ অনু ভাই।
শুভেচ্ছা
salimmollahসেলিম মোল্লা১৭ মে ২০১২, ১৯:৪৫
খুবই সুন্দর লিখেছেন। ভালো থাকবেন।
bonofolএইচ এম শরীফ উল্লাহ১৮ মে ২০১২, ২১:২৬
ধন্যবাদ। ভালো থাকেবন আপ্নিও।

শুভেচ্ছা জানবেন।

শুভংকরের ফাঁকি টেস্ট ২


শুভংকরের ফাঁকি


কষ্ট হাঁটে খুঁড়া পায়ে
অভাব যে তার সাথি,
ছোট্ট শিশুর ঘুম আসে না,
না খেয়ে পার রাতি।

মা জননীর বুকটা কাঁদে
খানা নাই পাতিলে,
গাড়ি বাড়ির স্বপ্ন নাই তার
বাঁচার যুদ্ধ চলে।

রাত পোহালে সকাল এলে
বাবা যাবে কাজে
সারা দিনের কর্ম শেষে
ঘরে ফিরেন লাজে।

চাল কিনিলে তরকারি নাই
সাথে মরিচ লবন,
এইটা কিনলে ওইটা বাকী
বাঁচাই যেন মরণ।

আছে যাদের বাড়ি গাড়ি
ব্যাংকে কোটি টাকা,
শোষণ করে আরো জমায়
গরীবে' চলে না চাকা।

আশি পার্সেন্ট ব্যবসায়ী আজ
শঠ রাজনীতির জালে,
দরিদ্রদের শোষণ করে
ক্রোড়পতি্র দলে।

খাদ্য গোদাম ওদের হাতে
মরিচ, লবন তেল,
সিন্ডিকেটের ব্যবসা চলে
প্রতারণার খেল।

কিছু বললেই সমনজারি
কোর্টে ডাকা ডাকি,
গণতন্ত্রের দোহাই দিয়ে
শুভংকরের ফাঁকি।

-----------
মে ১৬, ২০১২
৬ টি মন্তব্য
sagar923রফিকুল ইসলাম সাগর১৬ মে ২০১২, ১০:১৪
ভালো লাগলো
ধন্যবাদ
bonofolএইচ এম শরীফ উল্লাহ১৬ মে ২০১২, ১৯:০৩
ধন্যবাদ রফিক ভাই। খুব ভালো থাকুন।

শভকামনা রইলো।
bonofolএইচ এম শরীফ উল্লাহ১৬ মে ২০১২, ১৯:০২
ধন্যবাদ রাশেদ আব্দুল্লাহ অনু ভাই।
শুভেচ্ছা
salimmollahসেলিম মোল্লা১৭ মে ২০১২, ১৯:৪৫
খুবই সুন্দর লিখেছেন। ভালো থাকবেন।
bonofolএইচ এম শরীফ উল্লাহ১৮ মে ২০১২, ২১:২৬
ধন্যবাদ। ভালো থাকেবন আপ্নিও।

শুভেচ্ছা জানবেন।

শুভংকরার ফাঁকি


শুশুভংকরের ফাঁকি


কষ্ট হাঁটে খুঁড়া পায়ে
অভাব যে তার সাথি,
ছোট্ট শিশুর ঘুম আসে না,
না খেয়ে পার রাতি।

মা জননীর বুকটা কাঁদে 
খানা নাই পাতিলে,
গাড়ি বাড়ির স্বপ্ন নাই তার
বাঁচার যুদ্ধ চলে। 

রাত পোহালে সকাল এলে
বাবা যাবে কাজে
সারা দিনের কর্ম শেষে 
ঘরে ফিরেন লাজে।

চাল কিনিলে তরকারি নাই
সাথে মরিচ লবন,
এইটা কিনলে ওইটা বাকী
বাঁচাই যেন মরণ। 

আছে যাদের বাড়ি গাড়ি 
ব্যাংকে কোটি টাকা,
শোষণ করে আরো জমায়
গরীবে' চলে না চাকা।

আশি পার্সেন্ট ব্যবসায়ী আজ
শঠ রাজনীতির জালে, 
দরিদ্রদের শোষণ করে 
ক্রোড়পতি্র দলে। 

খাদ্য গোদাম ওদের হাতে
মরিচ, লবন তেল,
সিন্ডিকেটের ব্যবসা চলে
প্রতারণার খেল।

কিছু বললেই সমনজারি
কোর্টে ডাকা ডাকি,
গণতন্ত্রের দোহাই দিয়ে
শুভংকরের ফাঁকি।

-----------
মে ১৬, ২০১২
  • \
৬ টি মন্তব্য
sagar923রফিকুল ইসলাম সাগর১৬ মে ২০১২, ১০:১৪
ভালো লাগলো 
ধন্যবাদ
bonofolএইচ এম শরীফ উল্লাহ১৬ মে ২০১২, ১৯:০৩
ধন্যবাদ রফিক ভাই। খুব ভালো থাকুন।

শভকামনা রইলো।
bonofolএইচ এম শরীফ উল্লাহ১৬ মে ২০১২, ১৯:০২
ধন্যবাদ রাশেদ আব্দুল্লাহ অনু ভাই।
শুভেচ্ছা
salimmollahসেলিম মোল্লা১৭ মে ২০১২, ১৯:৪৫
খুবই সুন্দর লিখেছেন। ভালো থাকবেন।
bonofolএইচ এম শরীফ উল্লাহ১৮ মে ২০১২, ২১:২৬
ধন্যবাদ। ভালো থাকেবন আপ্নিও।

শুভেচ্ছা জানবেন।